ওসমানীনগরে চোরাই মোটর সাইকেল উদ্ধার, চুর আটক
প্রকাশিত হয়েছে : ১২:১৬:০৬,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেল চুরির সাথে যুক্ত থাকায় একজনকে আটক করেছে পুলিশ। আটকরে পর চুরাইকৃত মোটারসাইকেলও উদ্ধার করা হয়। আটককৃত বাচ্চু মিয়া (৩০)। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার খড়কি গ্রামের তাহের মিয়ার পুত্র। সে দীর্ঘদিন থেকে সিলেটের বিভিন্ন স্থানসহ ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের চক আতাউল্লাহ গ্রামে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছিলো। শুক্রবার রাতে ৩টার দিকে অভিযান চালিয়ে চক আতাউল্লাহ গ্রাম থেকে চুরাইকৃত মোটারসাইকেলসহ তাকে আটক করে পুলিশ।
জানা গেছে, গত ২০ জানুয়ারী দুপুরে সিলেট কোতোয়ালী মডেল থানাধীন কাজিরবাজার জামে মসজিদের গেইটের মুখ থেকে শেখঘাট এলাকার আব্দুল হান্নানের পুত্র মুজাক্কির আহমদের মোটর সাইকেল চুরি হয়। ১২৫ সিসি লাল-কালো রঙের হিরো গ্লামার (সিলেট মেট্রো-হ-১১-৫৭৮৭) মোটরসাইকেল চুরির বিষয়ে একই দিন সিলেট কোতোয়ালী মডেল থানার একটি সধারণ ডায়রি করেন মুজাক্কির আহমদ। সাধারণ ডায়েরী নং-২১২৬। এর পর থেকে পুলিশ মোটরসাইকেল উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
ওসামনীনগর থানার এস আই সুজিত চক্রবর্তী বলেন, মোটর সাইকেল চুরির সাথে যুক্ত থাকায় একজনকে আটক এবং মোটর সাইকেল উদ্ধারের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় অবহিত করা হয়েছে।