ওসমানীনগরের গোয়ালাবাজার-জায়ফরপুর রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কয়েক হাজার মানুষ
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:২৩,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন গোয়ালাবাজার-জায়ফরপুর রাস্তাটির বেহাল দশা দেখা দিয়েছে। বিগত বন্যায় রাস্তটি পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিন বন্যার পানি জমে থাকায় এবং কমলে রাস্তাটির বিভিন্ন স্থান খানাখন্দে পরিণত হয়। প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের রাস্তাটি ক্ষতিগ্রস্ত হলেও সংস্কারের উদ্যোগ গ্রহণ করছে না উপজেলা এলজিইডি।
জানা গেছে, গোয়ালাবাজার-জায়ফরপুর রাস্তার মাঝে বড় বড় গর্তের কারণে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোটবড় অসংখ্য দুর্ঘটনা। বিগত কয়েক বছর ধরে সংস্কারের অভাবে সড়কটিতে খানা-খন্দসহ স্থানে স্থানে বড় বড় গর্ত তৈরি হয়। বিগত বন্যায় রাস্তার ব্যাপক ক্ষতি হলেও সংস্কারের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় লোকজন। সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন চলাচল করলেও বর্তমানে বেহাল রাস্তায় পরিণত হওয়ায় যান চলাচলেও ভোগান্তিতে পড়েতে হচ্ছে সাধারণ মানুষদের। ফলে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত টমটম চালকরা এই রাস্তায় যাতায়াতকারীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন দুই থেকে তিনগুণ বেশি ভাড়া।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন গোয়ালাবাজার থেকে জায়ফরপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ-মাদ্রাসার প্রায় ৩ হাজার শিক্ষার্থী গোয়ালাবাজারসহ সিলেট শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। এ ছাড়া নিজ করনসী, জায়ফরপুর, নগরীকাঁপন, তেরহাতি, তালতলা, করপুরাই, দত্তগ্রাম, পাটলীপাড়াসহ প্রায় ১০ গ্রামের মানুষ চলাচল করেন এই রাস্তা দিয়ে। দ্রুত রাস্তাটি সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান স্থানীয়রা। নগরীকাঁপন গ্রামের জাবের মিয়া বলেন, রাস্তায় চলাচলে বর্তমানে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। দ্রুত রাস্তাটি সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জনপ্রতিনিধিদের কাছে জোর দাবি জানান তিনি। উপজেলা এলজিইডি প্রকৌশলী এস এম আল-মামুন বলেন, রাস্তাটি সম্পর্কে বিস্তারিত খোঁজ নিচ্ছি।