বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৫:০৭:২৫,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০২৩
সুরমা নিউজ ডেস্ক:
টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।
আজ শুক্রবার ( ২৭ জানুয়ারি) সকালে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পৌঁছে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।
এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি জাতির সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে এবং সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।
দলের হাইকমান্ডের সাথে সাক্ষাতের পরপরই সিলেট সিটি করপোরেশনের আগামী নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসাবে সবুজ সংকেত পেয়েছেন তিনি।
বঙ্গবন্ধুর মাজার শ্রদ্ধা নিবেদনের সময় তার সাথে ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেইন,অল ইউরোপিঢান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম,সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।