ক্যারিশমাটিক আনোয়ারুজ্জামান!
প্রকাশিত হয়েছে : ৯:০৮:৫৩,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০২৩
জুবেল আহমেদঃ
প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের অবর্তমানে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থিতায় যে নতুনত্ব থাকবে তা ছিল অবধারিত। তবে কার ভাগ্যে যাচ্ছে দলের মনোনয়নের টিকেট তা নিশ্চিত করে বলা যাচ্ছিলো না। কেন্দ্রের বিবেচনায়ও বা কারা আছেন সেটাও কেউ আঁচ করতে পারেনি। শেষ পর্যন্ত কে মেয়র পদে মনোনয়ন পেতে পারেন? এ নিয়ে নানা আভাস ইঙ্গিতও মিলেছে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রে। তবে হঠাৎ করেই সকল জল্পনা-কল্পনাকে নড়িয়ে দিয়েছে একটি নাম। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার টিকিট তার হাতেই উঠছে। হেভিওয়েট প্রার্থীদের পেছনে ফেলে হয়ে গেছেন ক্যারিশমাটিক আনোয়ারুজ্জামান। ইতিমধ্যে গ্রিন সিগন্যালও পেয়ে গেছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ট এক সূত্র।
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের এখনও বাকি প্রায় বছরখানেক। বিগত দুই মেয়াদ ধরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হাতছাড়া সিলেট সিটি মেয়রের এ পদটি। পদটিতে এ দুই মেয়াদে নগর পিতার দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। এর আগে সিলেট সিটি করপোরেশনের মেয়র পদটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে ছিল। এরপর দলীয় অভ্যন্তরিন নানা সমস্যায় সেটি হাতছাড়া হয়।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হাতছাড়া হওয়া এই পদটি উদ্ধারের দায়িত্ব নাকি পাচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। বেশ কিছুদিন ধরে সিলেটসহ দেশে-বিদেশে তাকে নিয়ে চলছে আলোচনা। কেন্দ্রীয় আওয়ামী লীগ তাকে সিলেটের মেয়র নির্বাচনে মনোনয়ন দিচ্ছে বলে শোনা যাচ্ছিলো। এমন গুঞ্জনের মধ্যেই দেশে ফিরেন তিনি। অবশেষে বিষয়টি অনেকটা নিশ্চিত হওয়া গেলো। সন্ধ্যা থেকেই আনোয়ারুজ্জামান বলয়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “আলহামদুলিল্লাহ” শব্দের মাধ্যমে যে কিছু একটা ইঙ্গিত করেছেন তা বুঝাই যাচ্ছিলো।
মঙ্গলবার ( ২৪ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার আগে আনোয়ারুজ্জামান চৌধুরীকে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে কল দিয়ে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
সিলেটের ওসমানীনগর উপজেলার কৃতিসন্তান আনোয়ারুজ্জামান চৌধুরী। ক্লীন ইমেজের রাজনীবিদ আনোয়ারুজ্জামান চৌধুরী ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। কলেজ জীবনে তিনি তৎকালীন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের রাজনীতি করেন তিনি। এরপর তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে গিয়েও আনোয়ারুজ্জামান চৌধুরী থেমে থাকেন নি। সেখানে প্রথমে তিনি যুবলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। বর্তমানে যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বিগত ওয়ান ইলিভেনের সময় আন্তর্জাতিক অঙ্গনে আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম শেখ হাসিনার মুক্তির দাবীতে আন্দোলন শুরু করেন। যুক্তরাজ্যে রাজনীতির সাথে সাথে প্রবাসীদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে তিনি সোচ্চার ভুমিকা পালন করেন। পাশাপাশি নাড়ীর টানে সব সময় দেশের রাজনীতির সাথে সম্পর্ক রাখেন। খোঁজ রাখেন সাধারণ কর্মী থেকে সাধারণ মানুষের। একজন কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত আনোয়ারুজ্জামান চৌধুরী দিনে দিনে হয়ে উঠেন সাধারণ মানুষের নেতায়। বিশেষ করে গত করোনাকালে তাঁর ভুমিকা ব্যাপক প্রশংসা কুড়ায় সিলেটজুড়ে। এছাড়াও বিশ্বনাথের আমতৈল গ্রামের প্রতিবন্ধীদের কল্যাণে আনোয়ারুজ্জামান চৌধুরীর ভূমিকা দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়।