ক্বিরা’আতুল কুরআন পরিষদ সিলেটের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ৯:৫৮:২৩,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২৩
সুরমা নিউজঃ
ক্বিরা’আতুল কুরআন পরিষদ সিলেটের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৩ আগামী মঙ্গলবার (২৪জানুয়ারি) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মুমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফতেহ উল্লা আল আমান, হযরত মাওলানাআহমদ হাসান চৌধুরী ফুলতলী, হযরত মাওলানা ফজলুর রহমান চৌধুরী, আলহাজ্ব মোঃ আলী হাসান শাহীন। তেলাওয়াত করবেন শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী (বাংলাদেশ), শাইখ আহমাদ আবুল কাসেমী (ইরান), শাইখ মাহমুদ কামাল নাজ্জার (মিশর), ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী (পাকিস্তান), ক্বারী নোমান পিমবায়াবায়া (ফিলিপাইন)।