একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামি কমলগঞ্জের সেলিম গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৬:২৩:১২,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০২৩
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুখ্যাত সন্ত্রাসী একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামী সেলিম ওরফে পেটলা সেলিম কে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) অফিসার ইনচার্জ এর সার্বিক দিক নির্দেশনায় অভিযানে অংশগ্রহণ করেন, এস.আই মহাদেব বাছাড়, এস.আই নিয়াজ মাহমুদ, এস.আই হারুন অর রশিদ চৌঃ এ.এস.আই পরিমল চন্দ্র শীল এবং এ.এস.আই সবুজ মিয়া।
কুখ্যাত ডাকাত পেটলা সেলিম কমলগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে। সে দীর্ঘ বছর ধরে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ হত্যা কার্যক্রমের সাথেও জড়িত রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে কমলগঞ্জ থানা পুলিশ।
কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, কুখ্যাত ডাকাত পেটলা সেলিমের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা ও একটি হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নির্ণয় করে কমলগঞ্জ থানার একটি টিম এর অভিযান পরিচালনার মাধ্যমে তাকে আমরা গ্রেফতার করি। তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।