সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ৫:০৬:৩৩,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০২৩
সিলেট নগরীর বাগবাড়ি নবাবরোড এলাকায় দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে ফুটপাতে উড়ে গিয়ে পড়ে নিহত হয়েছেন হৃদয় আহমদ (২৭) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক। এ ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় আহমদ (২৭) বাগবাড়ি নরসিংটিলায় শিশু মিয়ার বাসার ভাড়াটিয়া শহিদ মিয়ার ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলু। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-২০-৬২০৩) সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের (সিলেট মেট্রো ল-১১-০১৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে ঘটা সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে যান হৃদয়। উড়ে গিয়ে তিনি পড়েন পার্শ্ববর্তী ফুটপাতে।
তিনি মাথায় গুরুতর আঘাত পানপ্রাপ্ত হন। সাথে সাথে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।