যাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ বাংলাদেশ নিয়ে তাদের ‘মাতব্বরি’ মানায় না: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৮:৩৩:৪৮,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০২৩
সুরমা নিউজ ডেস্কঃ
যাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, তাদের বাংলাদেশের নির্বাচন নিয়ে মাতব্বরি মানায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো লুকোচুরি হয় না। চাইলে যেকোনো দেশ পর্যবেক্ষণ করতে পারে। মন্ত্রী গতকাল দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপত্র নেড প্রেইসের বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করার ঘোষণার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষ ভোট নিয়ে আগ্রহী নন। এমনকি ওখানকার বেশির ভাগ মানুষ ও বড় রাজনৈতিক দলের বেশির ভাগ সমর্থক তাদের নির্বাচনকে অগ্রহণযোগ্য বলে মনে করেন। পক্ষান্তরে বাংলাদেশ ঐতিহাসিকভাবেই গণতন্ত্র ও মানবাধিকার চর্চা করে আসছে। এদেশের মানুষের রন্ধ্রেরন্ধ্রে গণতন্ত্র প্রবাহিত। যে কারণে এদেশে নির্বাচনে ৮০ শতাংশ পর্যন্ত মানুষ ভোট দেন। একেকটি পদের জন্য একশ’ জন পর্যন্ত প্রার্থী অংশ নেন।
এ অবস্থায় বিদেশিরা না জেনেই এদেশের গণতন্ত্র নিয়ে কথা বলছে, যা গ্রহণযোগ্য নয়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি ই-গেট স্থাপনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে ই-গেটের উদ্বোধন করেন। এর মাধ্যমে ই-পাসপোর্টধারীদের ইমিগ্রেশন সম্পন্ন করতে মাত্র ১৮ সেকেন্ড ব্যয় হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা। আর এরই মধ্যদিয়ে ঢাকা ও চট্টগ্রামের পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরও ই-গেটের যুগে প্রবেশ করলো। অনুষ্ঠানে মন্ত্রী পাসপোর্ট পেতে ভোগান্তি পোহাতে হয়- এমন বাস্তবতা উল্লেখ করে বলেন, ‘আমরা পাসপোর্টের জন্য কাজ করে যাচ্ছি। সম্প্রতি আমাদের পাসপোর্টের সেবা অনেক উন্নত হয়েছে। আগের মতো বছর খানেক বসে থাকতে হয় না। কিছু কিছু, যেগুলো অবাঞ্ছিত, সেগুলোতে সময় লাগে। অধিকাংশই পাসপোর্ট পেয়ে যান।’ ই-গেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ প্রমুখ।