গাড়িতে বসে বিএনপির মিছিল দেখলেন শামীম ওসমান
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:৩৫,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
প্রায় আধা ঘণ্টা ব্যক্তিগত গাড়িতে বসে বিএনপির গণমিছিল দেখলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় শহরের চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে শনিবার বিকেলে গণমিছিল বের করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। মিছিলকে কেন্দ্র করে শহরের মিশনপাড়া এলাকায় নেতাকর্মীরা জমায়েত হন।
বিজ্ঞাপন
সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহড়জুড়ে গণমিছিল করেন তারা।
এদিকে বিএনপির মিছিলের কথা শুনে শহরের চাষাঢ়া রনি ফার্মার সামনে অবস্থান নেন সংসদ সদস্য শামীম ওসমান। বিএনপির মিছিলটি শহরের মিশনপাড়া পূর্বদিক থেকে আসে। এ সময় শামীম ওসমান ও তার গাড়িচালক ছাড়া আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ছিলেন না।
শামীম ওসমান জানান, ‘বিএনপি ইদানিং মিছিল-মিটিংয়ে খুবই উশৃঙ্খল মন্তব্য করছে। তারা নোংরা ভাষা ব্যবহার করে। পুলিশের ওপর হামলা করে। একজন মানুষ মারা গেছে। এতে করে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না জননগণ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তিও ক্ষিপ্ত বিএনপির উপর। তারা বিশৃঙ্খলা করলে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করবে। কিন্তু আমাদের নিজ দলের বা স্বাধীনতার স্বপক্ষের কেউ যাতে রেগে গিয়ে উল্টা-পাল্টা কিছু না ঘটাতে পারে, তাই দাঁড়িয়ে আছি। ’
জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। তবে তারা যদি কর্মসূচির নামে জনগণের জানমালের ক্ষতি করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’