টিকটকে পরিচয়-প্রেম, দিনাজপুর থেকে সিলেটে দুই সন্তানের জননী
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৬:৫৪ অপরাহ্ণ
প্রেমের টানে ফুটফুটে দুই শিশু সন্তান ও স্বামীর সংসার ছেড়ে মেরিনা ইয়াসমিন (২৬) নামের এক নারী দিনাজপুর থেকে ছুটে আসলেন সিলেটের বিশ্বনাথে।
তিনি দিনাজপুর জেলার হাকিমপুর থানার বড়শাল পুকুরিয়া গ্রামের গার্মেন্টসকর্মী মহসিন আলীর স্ত্রী।
৩ থেকে ৪দিন পূর্বে প্রেমের টানে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে জসিম উদ্দিনের (১৯) বাড়িতে যান।
খবর পেয়ে গত সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মেরিনার স্বামী মহসিন আলী দুই শিশু সন্তান নিয়ে বিশ্বনাথ থানায় হাজির হয়ে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রেমিক জসিম উদ্দিন ও মেরিনা ইয়াসমিনকে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর মঙ্গলবার সকালে প্রেমিক যুগলকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সিলেট আদালতে পাঠায় পুলিশ।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার উপ পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ‘টিকটকের মাধ্যমে পরিচয়ের পর দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়। আর এই প্রেমের টানেই দুই সন্তান ও স্বামীর সংসার ছেড়ে বিশ্বনাথে প্রেমিকের বাড়িতে চলে আসেন মেরিনা ইয়াসমিন। তার স্বামীর অভিযোগের পর প্রেমিক যুগলকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।’