মৌলভীবাজারে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু
প্রকাশিত হয়েছে : ৬:২৭:৩৯,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০২২
জেলা শিল্পকলা একাডেমি মৌলভীবাজারের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নির্দেশিত ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে মঙ্গলবার।
প্রথম দিন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. এমদাদুল হক মিন্টু, সাধারণ সম্পাদক জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, খালেদ চৌধুরী, অপূর্ব কান্তি ধর, আব্দুল মতিন প্রমুখ।
২য় পর্যায়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার সংগঠন, শিল্পীরা গান,নৃত্য ও কবিতা পরিবেশন করেন।