মিশিগানে চট্টগ্রাম এলামনাই এসোসিয়েশন’র বিজয় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১:১০:৪৫,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছেন যুক্তরাষ্ট্রের চট্টগ্রাম এলামনাই এসোসিয়েশন অব মিশিগান পরিবার। রবিবার (১৮ই ডিসেম্বর) সংগঠনটির কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আনন্দঘন পরিবেশে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম এলামনাই এসোসিয়েশন অব মিশিগান’র সভাপতি সৈয়দ মঈন দীপু। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন’র সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান।
অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ৩০ লাখ শহীদের জীবন আর দুই লাখ মা-বোনের ত্যাগ ও গৌরবগাঁথা ইতিহাস শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত বড়ুয়ার উপস্থাপনায় কবিতা আবৃত্তি করেন সৈয়দ মঈন দীপু, রেজাউল করিম চৌধুরী, মোতাকাব্বির শাহীন, মিল্টন বড়ুয়া, জিয়াউল আলম চৌধুরী, মোহাম্মদ আপ্তাব, সালাউদ্দীন মুরাদ। কৌতুকে সবাইকে মাতিয়ে রাখেন লুৎফুর রহমা, প্রদান চন্দ, শামীম আহসান, কাজী এবাদুল ইসলাম। গানের সুরে সবাইকে মুগ্ধ করেন সৈয়দ শাফি ও শতাব্দী রায় মাম্পী।