ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১১:৩৪:১৫,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০২২
ওসমানীনগর প্রতিনিধিঃ
ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে জুবায়ের আমীনকে আহবায়ক করে ১২ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
তারা হলেন- সুজন মাহমুদ, আমজাদ হোসেন, আতিকুর রহমান টিটু, হানিফ আহমদ, জাহিদ আহমেদ শাওন, জাবেদ আহমদ আবির, উজ্জল আহমদ, কাওছার আহমদ, টুলটুল দেব, মো. জুনেল আহমদ, শেখ তানভীর আহমদ, জোবায়েল সিদ্দিকী।
কমিটিতে সদস্য হিসেবে ১৩৩ জনকে রাখা হয়েছে। এ কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন করা হয়েছে। এই সময়ের মধ্যে আহবায়ক কমিটি প্রতিটি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে সম্মেলনের আয়োজন করতে নির্দেশনা দিয়েছে জেলা ছাত্রলীগ।