হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ছাগল!
প্রকাশিত হয়েছে : ১২:১১:৩৭,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০২২
সুরমা নিউজ ডেস্কঃ
বেশি কয়েকদিন ধরেই সীমান্ত ঘেঁষা চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগ। ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্করাও। রোগীর চাপে জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে দেখা দিয়েছে বেড সংকট। ফলে বারান্দায় পাটি-চটি-কম্বল বিছিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এসবের মধ্যে আরেক বিড়ম্বনা ছাগলের বাধ বিচরণ।
সোমবার (১২ ডিসেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ভেতরে যেখানে মানুষের তিল ধারণের ঠাঁই নেই সেখানে বারান্দার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু ছাগল। যাচ্ছে ওয়ার্ডের এক জায়গা থেকে অন্য জায়গায়। দেখে যেন মনে হচ্ছে রোগী দেখতে এসেছে ছাগল। রোগী-স্বজনদের খাবারে মুখ দিচ্ছে ছাগল। মল-মূত্রও ত্যাগ করছে সেখানেই।
স্বাস্থ্যকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের চোখে পড়লেও কেউই বিষয়টিকে ভ্রুক্ষেপ করেননি। ফলে রোগী ও স্বজনদের ছাগলের অবাধ বিচরণ মেনে নিয়েই থাকতে হচ্ছে হাসপাতালে। রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি বার বার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ইয়াসমিন নামে এক ডায়রিয়া রোগীর স্বজন বলেন, ‘কনকনে শীতের মধ্যে হাসপাতালের ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দায় পাটি বিছিয়ে থাকতে হচ্ছে। এর মধ্যে সমস্যা হচ্ছে ছাগল। হাসপাতালের ওয়ার্ডে এবং বারান্দায় রোগীদের বিছানাপত্র এবং খামারে মুখ দিচ্ছে। এমনকি রোগীর খাবারেও মুখ দিচ্ছে ছাগল।’
আবির নামে আরেক রোগীর স্বজন বলেন, ‘গত দুদিন ধরেই দেখছি হাসপাতালের ভেতরে অবাধে ছাগল ঘুরে বেড়াচ্ছে। তাও আবার ডায়রিয়া ওয়ার্ডের ভেতরে। এরপরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।’
বিষয়টি স্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজ বলেন, হাসপাতালের মূল ফটকে গেটম্যান নেই বলেই এমনটা ঘটছে। তবে আমাদের মধ্যে এ বিষয় নিয়ে কথা হয়েছে। দ্রুত বিষয়টির সমাধান হবে।জাগোনিউজ