সিলেট নগরীতে তেলিহাওর ব্লকের শোডাউন, ‘মেয়াদোত্তীর্ণ’ জেলা কমিটি বিলুপ্তির দাবি
প্রকাশিত হয়েছে : ৫:৪১:১৮,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০২২
দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যর প্রতিবাদে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খানের নেতৃত্বে বিশাল শোডাউন করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর তেলিহাওর থেকে শুরু হয়ে শোডাউনটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
শোডাউনে হাজার খানেক ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক এম আর মুহিবের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সৌরভ জায়গিরদারের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত সারা দেশে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালিয়ে এবং সরকারি সম্পত্তি ধ্বংস করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বিএনপি-জামায়াতের এসব নৈরাজ্য প্রতিরোধে আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড ছাত্রলীগ মাঠে রয়েছে।
এদিকে, পথসভার শেষ পর্যায়ে সভার সভাপতি জেলা ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক এম আর মুহিব তার বক্তব্যে বলেন- আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন নেতৃত্ব প্রদান করবেন। নতুন নেতৃত্বের কাছে আমাদের জোর দাবি- সিলেট জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি অনুমোদন করবেন। দুই নেতাবিশিষ্ট সংবিধান পরিপন্থী এই কমিটি গত দীর্ঘ এক বছরে ৩১টি ইউনিট কমিটির মধ্যে মাত্র ১১টি ইউনিট পুনর্গঠন করেছে, যা ছাত্রলীগের গঠনতন্ত্রবিরোধী।