বিশিষ্ট কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী সড়কের সংষ্কার কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৮:০৬:৪৬,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০২২
মৌলভীবাজার শহরে বিশিষ্ট কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী ও খান বাহাদুর সৈয়দ সিকান্দর আলী সড়কের সংষ্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সৈয়দ মুজতবা আলীর ভাতিজা সৈয়দ রুহুল আমীন এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মো.ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, ডা. এম এ আহাদ, কথা সাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইমজা সভাপতি তমাল ফেরদৌস, কাউন্সিলর সৈয়দ সেলিম আহমদ, ফয়ছল আহমদ, সালেহ আহমদ পাপ্পু প্রমুখ।
জানা যায়, খান বাহাদুর সৈয়দ সিকান্দর আলী মৌলভীবাজার মিউনিসিপালিটির তৎকালীন কমিশনার, সরকারের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছিলেন। উনার তিন পুত্র সৈয়দ মোস্তফা আলী, সৈয়দ মুর্তজা আলী ও বিশিষ্ট কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী এবং কন্যা সৈয়দা হাবিবুন্নেছা বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক ছিলেন।
মৌলভীবাজার শহরে তাঁদের বংশ পরম্পরায় বসবাস। শহরের বিভিন্ন এলাকায় তাঁদের পৈত্রিক সম্পত্তি রয়েছে। এর প্রেক্ষাপটে পূর্বে থেকেই খান বাহাদুর সৈয়দ সিকান্দর আলী ও তাঁর পুত্র সৈয়দ মুজতবা আলীর নামে সড়ক ছিল। বর্তমান পৌর মেয়র সেসব সড়কের সৌন্দর্যবর্ধন ও প্রশস্থকরণ সংষ্কার কাজের উদ্বোধন করেন।