আমেরিকায় নতুন কাউন্সিলম্যান সিলেটী মুহিতকে ঘিরে কমিউনিটিতে উচ্ছ্বাস
প্রকাশিত হয়েছে : ২:০২:৪১,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০২২
সাহেল আহমদ, যুক্তরাষ্ট্র (মিশিগান) :
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক সিটির কাউন্সিলম্যান পদে স্থান করে নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। শহরটিতে আরেক স্বদেশী স্থান করে নেয়ায় উচ্ছ্বসিত এখানকার প্রবাসী বাংলাদেশিরা। গত রোববার সন্ধ্যায় হ্যামট্রামেকে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের ভালোবাসায় সিক্ত হন নতুন কাউন্সিলম্যান মুহিত মাহমুদ। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুহিত মাহমুদের আয়োজনে সিটির গেইট অব কলম্বাসে কমিউনিটি এপ্রিসিয়েশন ডিনারে অংশ নেন প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশি।
মেয়রসহ আমেরিকানদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে রুম্মান আহমদ চৌধুরী ও লামিয়া তরফদার’র যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন হ্যামট্রামেক শহরের মেয়র আমির গালিব, মেয়র প্রোটেম কামরুল হাসান, সিটি ম্যানেজার ম্যাক্স গ্যারবারিনো, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, খলিল এ রাফাই, আল-সামারি, কাউন্সিলওম্যান আমান্ডা জ্যাকজকোভস্কি, কমিউনিটি নেতা কামাল রহমান, ড. শাহিন হাসানসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন তাওহিদ উদ্দিন ও দোয়া পরিচালনা করেন মাওলানা আকিকুর রহমান। শেষে সাংস্কৃতিক পর্বে সুরের মূর্চ্ছনায় সবাইকে মুগ্ধ করেন নদী ও শিমুল।
হ্যামট্রামেক সিটিতে বাংলাদেশিদের স্থান পাওয়াকে ভবিষ্যতের জন্য ইতিবাচক জানিয়ে বক্তারা সিটির নতুন কাউন্সিলম্যান মুহিত মাহমুদকে সকল নাগরিকের অধিকার আদায় ও বাংলাদেশি কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য রাখেন বিএডিসি বোর্ড ট্রাস্টি এমআই ডা. জাকিরুল হক টুকু, ডা. সেরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলম্যান আবু আহমদ মুসা, রাজনৈতিক নেতা ফারুক আহমদ চান, আবদুস শাকুর খান মাখন, আকমল চৌধুরী, ব্যবসায়ী হাজী নিজাম উদ্দিন, সাকের উদ্দিন সাদেক, সেলিম আহমদ, সাংবাদিক কামরুজ্জামান হেলাল, বিএডিসি ভাইস প্রেসিডেন্ট রেজাউল চৌধুরী, বিএডিসি সাবেক প্রেসিডেন্ট আরিফ মাহমুদ, জুবারুল চৌধুরী, রিপা হক, বিএডিসি ১৩ কংগ্রেসনাল ডিস্ট্রিক চেয়ারম্যান গিয়াস তালুকদার। কমিউনিটি অ্যাক্টিভিস্ট বকুল তালুকদার, সালেহ আহমদ বাদল, সৈয়দ আলী রেজা,জাবেদ চৌধুরী, মোহাম্মদ আহাদ, লুৎফুর তাহির, আকিকুল হক শামীম, সাইফ খান, বকুল চৌধুরী, লিন ব্লেসি, কডি লান, মোস্তাক আহমদ, ফখরুল ইসলাম বাচ্চু, আনোয়ার হোসাইন, ফয়সল চৌধুরী রুবেল, দেলোয়ার আনসার, আলতাফ চৌধুরী, সিদ্দিকুর রহমান, মাসকুর খানসহ প্রমুখ।
উল্লেখ্য, হ্যামট্রামেক সিটির কাউন্সিলম্যান অ্যাডাম আলবামাকির পদত্যাগ করলে তাঁর জায়গায় স্থান করে নেন সিটি নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহিত মাহমুদ। হ্যামট্রামেক সিটির প্রাইমারিতে জয়ী হওয়া মুহিত মাহমুদ ২০২১ সালের সিটির সর্বশেষ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করে মাত্র ৪৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। পেশাগত কারণে পরিবারসহ অন্য শহরে স্থানান্তরের কারণেই পদত্যাগ করেন অ্যাডাম আলবামাকি।
সিলেটের গোলাপগঞ্জের কৃতি সন্তান মুহিত মাহমুদ ১৯৯৬ সালে আমেরিকায় আসেন। ২০০১ সাল থেকে মিশিগানে সপরিবারে বসবাস করছেন। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রী সম্পন্ন করেন ও ডেট্রয়েট সিটির ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজে পড়াশোনা করেন। মুহিত মাহমুদ পেশায় একজন সার্ভিস ইন্ডাস্ট্রিয়াল। পাশাপাশি ডেমোক্র্যাটিক পার্টির মূলধারার রাজনীতিতে যুক্ত। তিনি দীর্ঘদিন বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক ককাসের প্রেসিডেন্ট, ১৪ কংগ্রেসনাল ডেমোক্রেটিক কমিটির ভাইস-চেয়ারম্যান ও লোকাল ২৪-এর ইউনিয়ন লিডার ছিলেন।