ওসমানীনগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলীর জামিন নামঞ্জুর, নিন্দা
প্রকাশিত হয়েছে : ১১:৩৯:৪৪,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০২২
সুরমা নিউজঃ
ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বুধবার সকালে যুবলীগের কেক কাটা অনুষ্ঠানে বিএনপির নেতা কর্মীদের হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমানের স্বাক্ষরিত প্রেস বার্তায় বলেন, গত ১৫ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ওসমানীনগর উপজেলায় প্রচার প্রচারনা চালাতে গেলে তার গাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়। এ ঘটনায় উল্টো আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়। এই মামলায় আজ আদালতে হাজির হলে আদালত ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলীর জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী জানাই। বিজ্ঞপ্তি