মঞ্চে মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে : ১:৫৯:২৯,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০২২
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। শনিবার বেলা দুইটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। প্রথম থেকে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বেলা দেড়টার দিকে সমাবেশ মঞ্চে পৌঁছান অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথির বক্তব্য দেবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। মঞ্চে আছেন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। যৌথভাবে অনুষ্ঠান পরিচলনায় আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ, মহানগর সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম।