সিলেটে ১৯ নভেম্বর পরিবহন ধর্মঘটের ঘোষণা আসার গুঞ্জন
প্রকাশিত হয়েছে : ৬:১৪:৩১,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন পরিবহন ধর্মঘটের ঘোষণা আসতে পারে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আগামী ১৯ নভেম্বর ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট ডাকা হবে। আজকের মধ্যেই এ ঘোষণা আসার জোর সম্ভাবনা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ধর্মঘট ঘোষণার তথ্য নিশ্চিত করেছেন পরিবহনের এক প্রভাবশালী নেতা।
তিনি বলেছেন, ‘পরিবহন মালিক কিংবা শ্রমিক সংগঠনের ধর্মঘট ডাকার কোনো পরিকল্পনা ছিল না। তবে সিলেটে অন্য জেলার পরিবহন নেতাদের আগ্রহে বিষয়টি এগিয়েছে। ’
তবে কেন্দ্র থেকে এ নির্দেশনা আসেনি জানিয়ে তিনি বলেন, ‘এটি স্থানীয়ভাবে নেওয়া সিদ্ধান্ত। আজকের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। ’
এর আগে পরিবহনের একাধিক নেতা বলেছিলেন, পরিবহন ধর্মঘট না হওয়ার সম্ভাবনাই বেশি। গত সোমবার ঢাকায় পরিবহন ফেডারেশনের সভায় যোগদান শেষে বিকেলে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের পরিবহন ফেডারেশনের সভা ছিল। পরিবহন নেতা শাজাহান খানসহ সারা দেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে এ ধরনের কোনো আলোচনা হয়নি, কোনো নির্দেশনাও আমাদের দেওয়া হয়নি। এমন কোনো সিদ্ধান্ত নেই, হবে বলেও মনে হয় না। ’
একই প্রত্যাশার কথা জানান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী। তিনি বলেন, ‘সিলেটে অন্তত ধর্মঘট আসবে না বলেই ধারণা আমার। আসলেও তাতে সমস্যা হবে না। মানুষ অন্তত চার লাখ হবে। কেন্দ্রবিন্দুতে মাঠ থাকলেও নগরজুড়েই সমাবেশ বিস্তৃত হবে। ’
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ বিভিন্ন ইস্যুতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদুপরে সমাবেশ সম্পন্ন হয়েছে। সব বিভাগেই সমাবেশের আগের দিন থেকে শুরু হয় পরিবহন ধর্মঘট। এতে সমাবেশে আসা নেতাকর্মীদের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষদেরও। সমাবেশের আগে ডাকা পরিবহন ধর্মঘট নিয়ে সমালোচনা সত্ত্বেও সব বিভাগেই ঘটছে এমন ঘটনা। সিলেটে সম্প্রীতির রাজনীতির চর্চার কারণে সিলেটে এমনটি হবে না বলে সবার ধারণা ছিল।
সূত্র: কালের কণ্ঠ