বাবার মৃত্যুর ৭ ঘণ্টা পর মারা গেল দুর্ঘটনায় আহত ছেলে
প্রকাশিত হয়েছে : ৮:২৮:০৩,অপরাহ্ন ১২ নভেম্বর ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
দুর্ঘটনায় গুরুতর আহত ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে হতাশাগ্রস্ত বাবা আব্দুল জলিলের (৫৫) মৃত্যুর কয়েক ঘণ্টা ব্যবধানে ছেলে খোকন মিয়ার (২০) মৃত্যু হয়েছে।
এ ঘটনায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমেরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাতে খোকন মিয়া নিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তির দু’দিন পর চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, খোকনের চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা প্রয়োজন। দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। এলাকার বিত্তবান, প্রবাসী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে খোকনের বাবাকে কিছু আর্থিক সহযোগিতা করা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকার ব্যবস্থা না হওয়ায় খোকনকে আবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আব্দুল জলিল বুধবার রাত ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। একই দিন রাত ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন খোকনেরও মৃত্যু হয়।