ভাদেশ্বর সোসাইটি অব মিশিগানের অভিষেক সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৭:০৫:১৮,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০২২
মিশিগান প্রতিনিধি :
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের প্রবাসী ভাদেশ্বরবাসীর অন্যতম সংগঠন ভাদেশ্বর সোসাইটি অব মিশিগানের অভিষেক (২০২২-২৫) অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
গতকাল রবিবার (০৬ নভেম্বর) মিশিগানের হ্যামট্র্যামিক শহরের বাংলাদেশ এভিনিউ’র কাবাব হাউস রেস্টুরেন্টের পার্টি হলে শপথের মাধ্যমে নতুন কমিটির কাছে কাগজপত্র হস্তান্তর করা হয়। সোসাইটির সাধারণ সম্পাদক বাবুল আহমদ ও কমিউনিটি নেতা এম এ বাছিত’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিমুজ্জামান আজাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাদেশ্বরের সাবেক চেয়ারম্যান মোঃ জিলাল উদ্দিন। নতুন সভাপতি তাহের আহমদ চৌধুরী ও সেক্রেটারি নাসির সবুজসহ নব গঠিত কমিটিকে শপথ গ্রহণ করান ইলেকশন কমিশনার শাহীন আহমদ চৌধুরি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবগঠিত কমিটির সভাপতি তাহের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহবুব আহমদ মুরাদের সঞ্চালনায় ভাদেশ্বর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শামিম আহমদের মিশিগান আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।দ্বিতীয় পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাদেশ্বর সোসাইটি অব মিশিগানের উপদেষ্টা মাওঃ আতিকুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি ভাদেশ্বর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শামিম আহমদ, বিশেষ অতিথি লক্ষনাবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নসিরুল হক শাহিন, হ্যামট্রামিক সিটির সাবেক কাউন্সিলম্যান আবু আহমদ মুছা, আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজু আহমদ তালুকদার, মিশিগানের সিনিয়র সাংবাদিক এনটিভি প্রতিনিধি সেলিম আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাদেশ্বর সোসাইটি অব মিশিগানের উপদেষ্টা কদর উদ্দিন, মাহতাবুর রহমান (সাবেক মেম্বার),প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান, শাহিন আহমদ চৌধুরি ও আব্দুল লতিফ। আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের যুগ্ম আহবায়ক মামুন উদ্দিন সামস, প্রভাষক মিছবাহ উদ্দিন, ভাদেশ্বরের বিশিষ্ট মুরব্বি মলিক মিয়া, গিয়াসুর রহমান, সাইফউদ্দিন চৌধুরি, আবদুল মোহিত মুক্তা সাহাব উদ্দিন, আতিকুর রহমান, সালেহ আহমদ বাদল, সাবুল হোসেইন, জিল্লুর রহমান, আব্দুল মতিন, তানভির চৌধুরি প্রমুখ।