ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে নতুন ১১ সদস্য মনোনিত
প্রকাশিত হয়েছে : ৪:৪৭:৫৩,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০২২
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় সদস্য হিসেবে নতুন করে ১১জনকে প্রেসক্লাবের সদস্য মনোনিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের গোয়ালাবাজারস্থ নিজস্ব কার্যালয়ে ক্লাবের সভায় সদস্য হতে ইচ্ছুক ২০ জনের আবেদন যাচাই বাছাই শেষে ১১ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উজ্জল ধর। সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় এতে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, বর্তমান সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনিক পাল, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, কার্যকরি সদস্য আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন, কয়েছ মিয়া।
আবেদনকারীদের মধ্য থেকে সাংবাদিক শেখ ফয়ছল আহমদ, আবু হানিফা, উজ্জল দাশ, মলয় চক্রবর্তী, লিলুউর রহমান পংকি, সাইদুর রহমান, আতাউর রহমান কাওছার, এমদাদ খান, রায়হান আহমদ, জুবেল আহমদ, জিতু আহমদকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।