সিলেটে ছেলের মৃত্যুর ১৮ ঘন্টা পর মায়ের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৬:২২:৫৯,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০২২
সুরমা নিউজঃ
সিলেটে ছেলের মৃত্যুর ১৮ ঘণ্টা পর মারা গেছেন মা রসন আরা বেগম (২৮)। শুক্রবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিশ্বনাথের সিংঙ্গের কাছ (করপাড়া) গ্রামের ব্যবসায়ী শাহিন মিয়ার রসন সদ্য ভূমিষ্ট হওয়া ছেলে মারা যান। শুক্রবার বিকাল ৩টার দিকে তাঁর স্ত্রী রসন আরা বেগমও মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বনাথ উপজেলার সিংঙ্গের কাছ (করপাড়া) গ্রামের শাহিন মিয়ার স্ত্রী এক সন্তানের জননী রসন আরা বেগম ও ছেলে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রসন আরা বেগমের বড় ভাই বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ বলেন, গতকাল রাতে আমার বোনের এক ছেলে সন্তানের জন্ম হয়।রাত সাড়ে ৮টায় সে মারা যায়।রাতে আমার বোনকে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফসাপোর্ট থাকাবস্থায় আজ সেও মারা গেছে।
এদিকে, ছেলেও মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। শাহিন মিয়ার আড়াই বছরের একটি সন্তান রয়েছে।