ওসমানীনগরে শামীম-কামরুলের ভোটের ব্যবধান প্রায় ১৫ হাজার
প্রকাশিত হয়েছে : ৭:৪৪:৩৫,অপরাহ্ন ০২ নভেম্বর ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
নৌকার জয়ের ব্যাপারে আগেই কিছুটা ধারনা পাওয়া গিয়েছিল। বিশেষ করে প্রার্থীর ব্যক্তি ইমেজের সাথে সরকারি দলের উন্নয়ন তৎপরতা, দলীয় ঐক্য, বিরামহীন প্রচারনা- ইত্যাদি কারণে ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জয় প্রায় নিশ্চিত বলেই জোরালো ধারনা ছিল ভোটার এবং সচেতন মহলে। তবে ব্যবধানটা যে এত বেশী হবে- সেটি কেউ ধারনা করতে পারেন নি নিশ্চয়।
সেই ধারনার বাইরের ঘটনাই ঘটিয়ে ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান পদে প্রায় ১৫ হাজারের বেশী ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।
সর্বশেষ অ্যাজেন্টদের পাওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনে শামীম আহমদ ভিপির নৌকা প্রতীকে ভোট পড়েছে ২৮ হাজারের কিছু বেশী।
আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত প্রার্থী কামরুল ইসলাম পেয়েছেন ১৩ হাজারের কিছু বেশি ভোট।
উভয় প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় ১৫ হাজারের মতো বলেই ধারনা নির্বাচনে অ্যাজেন্টসহ অন্যান্য দায়িত্ব পালন করা কর্মকর্তা, সাংবাদিক ও সচেতন ভোটারদের।
উল্লেখ্য, এবার ওসমানীনগরে ইভিএম ( ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) এ ভোট প্রদান করেছেন ভোটাররা।-সিলেট প্রতিদিন