যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে বাংলাদেশিদের প্রচারণা
প্রকাশিত হয়েছে : ৫:৪৫:১৭,অপরাহ্ন ০১ নভেম্বর ২০২২
সাহেল আহমদ, যুক্তরাষ্ট্র (মিশিগান) থেকে :
যুক্তরাষ্ট্রে আগামী ৮ নভেম্বর হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের বর্তমান ডেমোক্র্যাট গভর্নর গ্রেচেন হুইটমারকে আবারও বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ডেমোক্র্যাট নেতারা। মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা শুরু করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যটিতে রিপাবলিকান প্রার্থী টোডর ডিক্সন’র বিরুদ্ধে লড়ছেন ডেমোক্র্যাটের গ্রেচেন হুইটমার। নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা।
নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশি-আমেরিকানদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট নেতারা। গভর্নর গ্রেচেন হুইটমারকে আবারও নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় নেমেছে মিশিগান বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক ককাস ( এমআই- বিএডিসি)। সংগঠনটি গতকাল রবিবার (৩০ অক্টোবর) মিশিগানের ওয়ারেন শহরের অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজন করে ইলেকশন র্যালি। এতে বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির প্রায় পাঁচ শতাধিক ভোটার অংশগ্রহণ করেন। এ সময় মিশিগানের হেভিয়েট ডেমোক্র্যাট নেতারা নির্বাচনের দিন সবাইকে ভোট দেওয়ার আহবান জানান।
আয়োজিত নির্বাচনী র্যালীতে বক্তব্য দেন মিশিগান স্ট্যাটের লুইট্যানান্ট জেনারেল গভর্ণর গার্লিন গিলক্রিস্ট, বাইডেন সরকারের শক্তিশালী কংগ্রেসওম্যান রাশিদা তালিব, এটর্নি জেনারেল ডেনা নেসেল, কংগ্রেসওম্যান হেলি স্টিভেন,কংগ্রেসম্যান এন্ডি লেভিন, কার্ল মালিঙ্গা, শিরি থানেডার, স্ট্যাট রিপ্রেজেনটেটিভ কিরা হ্যারিস বলডেন, স্ট্যাট সিনেটর স্টিফেনি চ্যাঙ্গ,পদ্মা কোপা,স্ট্যাট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন,আয়শা ফারুকী,জাজ সীমা প্যারেল,স্ট্যাট হাউজ প্রতিনিধি সাদিয়া মার্টিনি, শ্যারন ম্যাকডোনেল, এমিনা এলিক, সিনেটর গ্যারি পিটারের পক্ষে কেবিন রিট। এতে স্বাগত বক্তব্য রাখেন বিএডিসি’র সভাপতি নজরুল ইসলাম শামীম।
নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত ডেমোক্রেট রাজনীতিবিদদের মধ্যে বক্তব্য রাখেন এমআই- বিএডিসির সাবেক সভাপতি ডঃ শাহীন হাসান, সাবেক সভাপতি মুহিত মাহমুদ, সাদেক রহমান সুমন, আরিফ মাহমুদ, ডঃ জাকিরুল হক, খাজা সাহাব উদ্দিন, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, সুমন কবির, গিয়াস তালুকদার, সালমা সাইফ, আজিজ চৌধুরী, জামি খান, জিয়া উদ্দিন, বাবুল মিয়া, আনসার উদ্দিন,সাব্বির খান এবং হিরক চন্দ।
নির্বাচনী প্রচারণা অনুষ্টানে বাংলাদেশিসহ এশিয়ান অভিবাসীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশী। ডেমোক্র্যাট দলের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য বিএডিসির সাধারণ সম্পাদক কাওসার দেওয়ান ও কোষাধ্যক্ষ সালমা সাইফ, জাবেদ চৌধুরীসহ সংগঠনের অনেককেই এপ্রেশিয়েশন সনদ প্রদান করা হয়।