মিশিগানে ঈদে মিলাদুন্নবীর প্যারেডে শত শত প্রবাসীর ঢল
প্রকাশিত হয়েছে : ১১:৫২:১৮,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০২২
সাহেল আহমদ, যুক্তরাষ্ট্র (মিশিগান) :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে শত শত প্রবাসী মুসলিমের অংশগ্রহণে প্যারেড সম্পন্ন হয়েছে। রোববার (২৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ, নাইজেরিয়া, লেবানন, সোমালিয়া, বসনিয়া, ইয়েমিনীসহ ৮ টি দেশের প্রবাসী মুসলিম সংগঠনের উদ্যোগে হ্যামট্রামেক শহরে প্যারেড অনুষ্ঠিত হয়।
নারায়ে তাকবির, নারায়ে রিসালাত, দুরুদে মুখরিত জশনে জুলুস হ্যামট্রামিক সিটির আল ইহসান মসজিদ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে গেট অব কলম্বাসে এসে শেষ হয়। জশনে জুলুসে অংশ নেয়া নবীপ্রেমী মুসলিম নর-নারীদের হাতে কালেমা তৈয়াবা সম্বলিত পতাকা, নানা ধরনের ইসলামিক বাণী, স্লোগান লিখিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
বাংলাদেশসহ মুসলিম বিশ্বের ৮ টি দেশের ইসলামী স্কলার, ইমাম, হাফিজদের নেতৃত্বে প্যারেড শেষে গেট অব কলোম্বাস হলরুমে ইসলামিক আলোচনা সভার আসর বসে। ইসলামিক অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণে হামদ-নাত ও ইসলামিক সংগীত পরিবেশন করা হয়।
এতে শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম’র পুণ্য স্মৃতিময় দিন নিয়ে বক্তব্য রাখেন ইমাম দাউদ ওয়ালিদ, ইমাম আবদুল্লাহি নদাউ, ইমাম ফখরুল ইসলাম, শাহ তাহির মতিন, ইমাম শাহ ভেদাদ আহমাউত, ইমাম ইউসুফ, শায়খ আব্দুল করিম ইয়াহিয়া, মাওলানা কবির আহমদসহ প্রমুখ। মিশিগানে এই প্রথম ঐতিহ্যাসিক প্যারেডটি আয়োজনের জন্য প্রশাসনিকভাবে সহযোগিতা করেছেন হ্যামট্রামেক সিটির মেয়র প্রোটেম কামরুল হাসান, সিটি অব হ্যামট্রামেক এবং হ্যামট্রামেক সিটি পুলিশ।