অসহায়দের পাশে ‘গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস’
প্রকাশিত হয়েছে : ৮:৩০:২৬,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০২২
সাহেল আহমদ, যুক্তরাষ্ট্র (মিশিগান) থেকেঃ
‘মানুষ মানুষের জন্য/ জীবন জীবনের জন্য/ একটু সহানুভূতি কি/ মানুষ পেতে পারে না…ও বন্ধু’ ভুপেন হাজারিকার এই জীবনমুখী গানের সাথে মিলেমিশে যেন একাকার গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র নাম। অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দুঃসময়ে, বিপদে-আপদে, মহামারি কিংবা বিভিন্ন সংকটে মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। পাঁচ বছরে পা দেয়া যুক্তরাষ্ট্র প্রবাসীদের গড়া সংগঠনটি ইতিমধ্যে মানবিক কাজে ব্যয় করেছে কোটি টাকা।
সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র পাঁচ বছরপূর্তিতে রোববার (১৬ অক্টোবর) মিশিগান’র হ্যামট্রামিক সিটির গেট অব কলম্বাসে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। চার শতাধিক প্রবাসীদের অংশগ্রহনে শেষ হয় সংগঠনটির বার্ষিক প্রতিবেদন ও গেট টুগেদার। পবিত্র কোরআন তেলাওয়াতের পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।
সংগঠনের সভাপতি মুহিত মাহমুদের সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক মাশকুর হুসেন কাওছার ও ছিদ্দিকুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ডেমোক্র্যাটিক প্রাইমারি ইউনার ১৩তম কনগ্রেসনাল ডিস্ট্রিক্ট শ্রী থানেদার। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর শাফী এলিম। স্বাগত বক্তব্যে রাখেন সেক্রেটারি শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
বক্তব্যে রাখেন হেলাল খান, বকুল তালুকদার, খাজা সাহাব আহমেদ, মো. শাহাবুদ্দিন, খলকুর রহমান, লায়েছ উদ্দিন, নাইম চৌধুরী, মিসবাহুর চৌধুরী, মাসুদ চৌধুরী, মামুনুল হুদা খান, আশহাবুর রহমান টিপু, আজিজ চৌধুরী মুরাদ, সৈয়দ সাহেদুল হক, আব্দুস শাকুর খান মাখন, দেলোয়ার আনসার, মাওলানা আতিক, সাহেদুল ইসলাম, আব্দুল বাছিত, অলিউর রহমান, আব্দুল আজিজ সুমন, ফয়সল আহমেদ, রেজাউল চৌধুরী, আহমেদ আলম শরীফ মাহদী, আবিদ আহমেদ জামিল, আমিরুল ইসলাম প্রমুখ।