শেখ রাসেল দিবস-২২ উপলক্ষে মৌলভীবাজারে ৬৬ টি ডিজিটাল ল্যাব উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৯:২৮:৪৯,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০২২
জাতির পিতার কনিষ্ঠপুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে আজ মঙ্গলবার ১৮ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় স্থাপিত ৫,০০০টি শেখ রাসেল ডিজিটাল এবং ৩০০টি শেখ রাসেল স্কুল অব ফিউচার এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারই অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় ৬৬ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং ৪টি শেখ রাসেল স্কুল অফ ফিউচার এর শুভ উদ্বোধন করা হয় আজ ১৮ অক্টোবর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানানো হয়।