সিলেট জেলা পরিষদে ১ ভোটে হামিদের চমক!
প্রকাশিত হয়েছে : ৬:২৪:৫২,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০২২
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেট জেলা পরিষদ নির্বাচনে (ওসমানীনগর উপজেলা) ৫নং ওয়ার্ডে মাত্র ১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল হামিদ। তিনি অটোরিক্সা (সিএনজি) প্রতীকে ৪১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৪০ ভোট।
সোমবার সকাল থেকে উপজেলা পরিষদ ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জানা গেছে, সিলেট জেলা পরিষদের অন্তর্গত ৫ নং ওয়ার্ডে (ওসমানীনগর উপজেলা) সদস্য পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল হামিদ অটোরিক্সা (সিএনজি) প্রতিককে ৪১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৪০ ভোট। এবং তালা প্রতিকে সাবেক উপজেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ আহমদ বহলুল পেয়েছেন ২২ ভোট।
এর আগে, সোমবার সকাল ৮টা থেকে উপজেলা পরিষদ কার্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়। ১০৭ ভোটের মধ্যে ১০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একজন ভোটার দেশের বাইরে থাকায় এবং ভোট না দেয়ায় বিকাল ৩টার দিকে ভোট গননা শুরু হয়। ভোট গননাকালে ৩টি ভোট বাতিল বলে গন্য হন। ভোট গননা শেষে কেন্দ্র প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষনা করেন।
ওসমানীনগর উপজেলা ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন ওসমানীনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হক ছানি। তিনি এই ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন।