সিলেটে ‘পড়াশুনার চাপে’ ঘর ছাড়ে শিশু লিমন
প্রকাশিত হয়েছে : ৬:২১:৫৬,অপরাহ্ন ১৬ অক্টোবর ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ১২ বছর বয়সী সিলেট জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মো. লিমন হোসেন।
এরপর থেকে অনেক খোঁজাখুজি করেও তার আর কোনো খোঁজ মিলছিলো না। এঘটনায় গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এসএমপির কতোয়ালী থানায় জিডি করেন তার বাবা নগরীর জিন্দাবাজারস্থ মিতালী ম্যানশনের বাসিন্দা আবুল বাশার।
জিডির প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে শনিবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল (রহঃ) মাজার এলাকা থেকে মোঃ লিমন হোসেনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত লিমন পুলিশকে জানায়, সে পড়া লেখার চাপে পরিবারের লোকজনদের সাথে রাগ করে চলে যায়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, উদ্ধারকৃত লিমন হোসেনকে তার পিতার নিকট হস্তান্তর করা হয়েছে।