সিলেটে এক ঘরে আ.লীগ-বিএনপির শীর্ষ দুই পদে দুই ভাই!
প্রকাশিত হয়েছে : ৬:৫৪:৫০,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০২২
সিলেট মহানগরীর ২১ নং ওয়ার্ডে চলছে ভিন্নরকম এক রাজনৈতিক হালচাল। একই পরিবারে, আপন দুই ভাই পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ দুটি পদ।
তারা হলেন- ২১ নং ওয়ার্ডের লামাপাড়া এলাকার বাসিন্দা মৃত কুনু মিয়ার ছেলে মো. মঈনুল ইসলাম মঈন ও তাঁর আপন ভাই খায়রুল ইসলাম খায়ের।
এর মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মো. মঈনুল ইসলাম মঈন সদ্য মনোনীত হয়েছেন। অপরদিকে তাঁর আপন ভাই খায়ের নির্বাচিত হয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে।
ব্যতিক্রমী এ ঘটনা নিয়ে সিলেট মহানগরীর রাজনীতিসচেতন ব্যক্তিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ২১ নং ওয়ার্ডের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্ত করেছেন নিজেদের প্রতিক্রিয়া।
ফেসবুকে কেউ কেউ লিখেছেন- ‘২১ নং ওয়ার্ডে আওয়ামীলীগ-বিএনপিতে দারুণ ঐক্য। ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মঈন, আর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি খায়ের। মঈন আর খায়ের আপন দুই ভাই। দুই আপন ভাই আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতা নির্বাচিত হওয়ায় ওয়ার্ডজুড়ে আনন্দের বন্যা বইছে।’
অপরদিকে অনেকেই মন্তব্য করছেন- একই ঘরে দুই দলের শীর্ষ পদ চলে গেলে দুই দলের মধ্যেই ওয়ার্ডে কি আর কোনো যোগ্য ব্যক্তি নেই? বিষয়টিকে ‘পরিবারকেন্দ্রীক ওয়ার্ড রাজনীতি’ বলেও উল্লেখ করেছেন অনেকে।
উল্লেখ্য, সিলেট মহানগরে ঘর গুছাচ্ছে প্রধান দুটি রাজনৈতিক দল- আওয়ামী লীগ ও বিএনপি। এরই ধারাবাহিকতায় প্রত্যেকটি ওয়ার্ডে নতুন কমিটি গঠন করছে দুই দল। গত ৪ জুন ২১ নং ওয়ার্ডে আওয়ামী লীগ এবং বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিএনপির নতুন কমিটি গঠিত হয়েছে