ওসমানীনগরে ৫ দিন থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ: পরিবারের দাবি অপহরণ, তৎপর পুলিশ
প্রকাশিত হয়েছে : ৭:৩৯:৪৭,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০২২
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে আমিরুল ইসলাম (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার কিয়ামপুর গ্রামের খাইরুল ইসলামের পুত্র এবং উমরপুর টাইটেল মাদ্রাসার ছাত্র।
গত রবিবার ৯ অক্টোবর সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলে সে আর বাড়ি ফিরে নি। পরে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা যায় ওই দিন সে মাদ্রাসায়ও যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।
অবশেষে গত বুধবার (১২ অক্টোবর) নিরুপায় হয়ে আমিরুলের খাইরুল ইসলাম ওসমানীনগর থানায় সাধারণ ডায়রী করেছেন। ডায়েরী নং ৬২৯।
এদিকে নিখোঁজ আমিরুলের বাবার দাবি তাকে অপহরণ করা হয়েছে। পরিবারের সদস্যদের কাছে মুঠোফোন যোগে নানা ভাবে অর্থ দাবি করছে একটি মহল। তিনি বলেন, একটি চক্র আমার পরিবারের সদস্যদের ফোন দিচ্ছে আমার ছেলেকে ফিরিয়ে আনতে টাকা দিতে হবে। আজ সকালে একজন ফোন দিয়ে বলে ছেলেকে আনতে হলে সিলেট লাল বাজার যেতে হবে। সেই কথা মতো আমি প্রস্তুতি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পাই।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (ওসি) এস এম মাইন উদ্দিন বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্র উদ্ধারে থানা পুলিশ তৎপর রয়েছে।