কুলাউড়া পৌর মেয়রের প্রচেষ্টায় এলাকাবাসী স্বেচ্ছায় ভেঙে দিয়েছেন দেয়াল
প্রকাশিত হয়েছে : ২:২৪:১৪,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০২২
কুলাউড়া পৌরসভায় জলাবদ্ধতা দূরীকরণে পরিকল্পিত ড্রেন নির্মাণ এর অংশ হিসেবে পৌরসভার ৩নং ওয়ার্ডের উপজেলা চত্বর থেকে আহমদাবাদ মাদ্রাসা হয়ে মরা গুগালি লিংক পর্যন্ত দেড় কোটি টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত এই ড্রেন নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী একটি দেয়াল পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের প্রচেষ্টায় এলাকাবাসী স্বেচ্ছায় ভেঙে দিয়েছেন। বুধবার (১২ অক্টোবর) দুপুরে ৩নং ওয়ার্ডের স্থানীয় লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ওই দেয়াল ভেঙে দেন।
এসময় কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাইয়ুম চৌধুরী, সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান ও ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন উপস্থিত ছিলেন।
পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন- পৌরসভার একার পক্ষে পৌর এলাকার উন্নয়ন বা পরিছন্ন রাখা সম্ভব নয়। পৌর এলাকার জনগণ যদি সহযোগিতা করেন তাহলেই পৌরসভার উন্নয়ন ও পরিচ্ছন্ন রাখা সম্ভব।