মৌলভীবাজারে কাঠগড়া থেকে পালানো সেই বাবলু গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০:০৬:৪৪,অপরাহ্ন ০১ অক্টোবর ২০২২
মৌলভীবাজারে আদালতে বিচারকার্য চলার সময় কাঠগড়া থেকে পলাতক সাজাপ্রাপ্ত আসামি বাবলু মিয়াকে (৩৪) গ্রেফতার করতে সক্ষম হয়েছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
শনিবার ভোরে মৌলভীবাজার মডেল থানার এসআই কাঞ্চন দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পূর্ব তিমিরপুর এলাকা থেকে পলাতক বাবলু মিয়াকে গ্রেফতার করেন।
আসামি বাবলু মিয়া মৌলভীবাজার জেলার সদর উপজেলার বালিয়ারবাগ গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর একটি মামলার রায়ে বিচারক বাবুল মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার সময় বাবলু মিয়া সুকৌশলে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যায়। পরে আসামিকে গ্রেফতারের জন্য মাঠে নামে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক জানান, আদালতে বিচারকার্য চলাকালে কাঠগড়া থেকে পলাতক এক দণ্ডপ্রাপ্ত আসামিকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আদালতে সোপর্দ করা হয়েছে।