মৌলভীবাজারে দূর্গা পূজার প্রস্তুতি পরির্দশনে পূজা ও ঐক্য পরিষদ
প্রকাশিত হয়েছে : ৯:৪৯:০৩,অপরাহ্ন ০১ অক্টোবর ২০২২
মৌলভীবাজার শহরে দূর্গা পূজার প্রস্তুতি পরিদর্শন করেন জেলা পূজা উদযাপন পরিষদ এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। এবার সারা জেলায় এক হাজার ছয়টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
শুক্রবার রাতে সুহৃদ সংঘ পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পূজা ও ঐক্য পরিষদের নেতারা। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ ও সাধারণ সম্পাদক মহিম দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সভাপতি মনবীর রায় মঞ্জু ও সাধারণ সম্পাদক নকুল দাশ সহ দুটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শ্রী শ্রী নতুন কালীবাড়ী, হরিজন, আবাহন, ত্রিনয়নী, শ্যাম সুন্দর জিউর আখরা, মহেশ্বরীসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা।
এ সময় প্রতিটি পূজা মন্ডপ আয়োজক কমিটির সাথে কথা বলে পূজার প্রস্তুতি খবর নেন এবং ধর্মীয় ভাবগাম্বীর্য বজায় রেখে পূজা পরিষদের নির্দেশনা মেনে সার্বজনীন উৎসবটি পালনের অনুরোধ জানান নেতৃবৃন্দ। সিসিটিভি ক্যামেরা, মন্ডপের চারিদিকে পর্যাপ্ত লাইটসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন পূজার আয়োজক কমিটি।