স্বতন্ত্রের মোড়কে ওসমানীনগর উপজেলা নির্বাচনে বিএনপি নেতারা
প্রকাশিত হয়েছে : ১১:৩৮:২৮,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০২২
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের ২য় পর্যায়ে নির্বাচন আগামী ২ নভেম্বর। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন কেন্দ্র করে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে উপজেলার প্রতিটি হাট বাজার। ব্যানার পেস্টুন ও পোষ্টারে চেয়ে গেছে প্রতিটি জনপদ।
জানা যায়, নবগঠিত ওসমানীনগর উপজেলার ২য় পর্যায়ে নির্বাচন আগামী ২ নভেম্বর। নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হচ্ছে ৬ অক্টোবর।
এদিকে,বিএনপি কেন্দ্রীয় ভাবে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকলেও ওসমানীনগর উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মোড়কে অংশ নিচ্ছেন বিএনপির নেতারা। উপজেলা বিএনপির একাধিক সূত্র সুরমা নিউজকে জানায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি এবং পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক মো: কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি গয়াছ মিয়া,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরুল চৌধুরীর বোন মুসলিমা আক্তার চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মানিকের স্ত্রী বিএনপি নেত্রী জাহানারা বেগম। উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মোড়কে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতাকর্মী বলেন,বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার কারণে আমাদের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।এসব প্রার্থী মধ্যে অনেকেরই দলীয় গুরুত্বপূর্ণ পদ-পদবি রয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ বলেন, আমরা কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে দলীয় ব্যানারে কোন প্রার্থী নেই।
উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন বলেন,দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে দল যথা সময়ে যথা ব্যাবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য- গত ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি নেতা ময়নুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুসলিমা চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করেন।