কমলগঞ্জে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯:২৪:৩৩,অপরাহ্ন ২৭ সেপ্টেম্বর ২০২২
মৌলভীবাজারের কমলগঞ্জে ২২ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও খাতা, কলম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী আমেরিকান প্রবাসী হাজী মো. মুজিবুর রহমান সামছুর রহমান এর পক্ষ থেকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল মুমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, জাহিদুর রহমান রাজু,আহমেদুজ্জান আলম, সালাহ্উদ্দিন শুভ, জাহেদ ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজউদ্দীন।
নোট: ছবি সংযুক্ত।