মৌলভীবাজারে সড়কে আবারও গাছ ফেলে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:৩৬,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০২২
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া এলাকায় গাছ ফেলে যানবাহনে ডাকাতি হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় মুজিবের টিলা নামকস্থানে ঘটনাটি ঘটে।
জানা যায়- সড়কে গাছ ফেলে অবরোধ করে ১৪-১৫ জনের একটি ডাকাতদল এ সড়ক দিয়ে চলাচল করা গাড়ি থামিয়ে মুখোশ পড়া একদল ডাকাত দেশীয় অস্ত্র দিয়ে আটকে পড়া সিএনজি, প্রাইভেট কার, মাইক্রোবাস, ডায়না, পিকআপ যানবাহনগুলোতে হামলা চালায়।
এ সময় বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের মারধোর করে হাতে থাকা দামী মোবাইল ফোন, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ডাকাতরা। অনেক যাত্রী ও চালককে গামছা দিয়ে হাতে পায়ে বেঁধে রেখে ডাকাতরা। খবর পেয়ে রাতেই শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়। পরে সড়কে রাখা গাছ কেটে সরিয়ে আটকা পড়া যানবাহন নিজ নিজ গন্তব্য পৌঁছে দিতে সহায়তা করে পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন- এ ঘটনায় আক্রান্তরা কোন মামলা দিতে আগ্রহী না ফলে এ নিয়ে সঠিক তদন্ত ও করা যায় না। তারপরও এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।