শ্রীমঙ্গলে স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১:৩০:৪২,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০২২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হোসেনাবাদ চা বাগান এলাকা থেকে এক স্কুলছাত্রী সুমাইয়া (১১) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬সেপ্টেম্বর) সকাল ১০টায় ওই চা বাগান এলাকার সেকশনে থেকে লাশটি উদ্ধার করা হয়। সুমাইয়া আক্তার ওই এলাকার কামাল মিয়ার মেয়ে বলে জানা গেছে। সে একটি প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র।
শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চা শ্রমিকরা কাজ করতে গেলে টিলার মধ্যে সুমাইয়ার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।