সিলেটে নারীবেশী যুবক খুন, গ্রেফতার ৬ হিজড়া
প্রকাশিত হয়েছে : ১১:২৩:৪৪,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০২২
তারা হলেন, বিয়ানীবাজার উপজেলার ছােটদেশ গ্রামের মৃত মনাই মিয়ার সন্তান হৃদয় (২৮), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মৃত সিদ্দিক মিয়ার সন্তান তানহা (২৫), সুনামগঞ্জের দিরাই থানার হােসেনপুর গ্রামের মৃত এমরাজুল হকের সন্তান সুমি উজ্জল (১৮), হবিগঞ্জের চুনারুঘাটের পাঁচগাঁও গ্রামের মৃত কনাই মিয়ার সন্তান চাঁদনী সজল (৩০)।
অপর দু’জন পাপ্পু পাপিয়া ও হৃদয় রুপার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সোমবার (২৬ সেপ্টেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
এর আগে রোববার রাত আড়াইটার দিকে হত্যা মামলা দায়ের করেন তুষারের ভাই হিমেল আহমদ।
জানা গেছে, রোববার সকালে সিলেট মহানগরীর সােবহানীঘাটস্থ বনফুল এন্ড কোম্পানির শো-রুমের সিঁড়ির সামনা থেকে তুষারের মৃতদেহ উদ্ধার করে কোতোয়ালি থানাপুলিশ। পরে তুষারের মা নাছিমা বেগম ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। লাশ ময়না তদন্ত শেষে রোববার বিকালে নগরীর মানিকপীর টিলায় তুষারের লাশ দাফন করা হয়।
কোতোয়ালি থানার (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, মামলা দায়েরের পরপর বিশেষ অভিযান চালিয়ে প্রথমে চারজনকে গ্রেফতার করি। তাদের দেয়া তথ্যমতে পরিকল্পনাকারী দুজনকেও গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, প্রথমে গ্রেফতার করা ৪ হিজড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকারোক্তি দিয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আর অপর দু’জনকে জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল (মঙ্গলবার) তাদের আদালতে তোলা হবে।