কানাইঘাট ও জকিগঞ্জে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১০:১৯:১৭,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০২২
সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মো: নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা, কানাইঘাট ও জকিগঞ্জ পৌরসভা, কানাইঘাট ও জকিগঞ্জ সরকারি কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা দেয়া হয়।
এরই সাথে সাথে এসকল ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের নিকট থেকে আগামী পনেরো কার্যদিবসের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি অথবা সাধারণ সম্পাদকের কাছে স্ব শরীরে উপস্থিত হয়ে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য বলা হয়েছে।