মৌলভীবাজারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৯:০৫:২৬,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন ২০২২ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার শহরের পৌর পৌর জনমিলনকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মাখন লাল দাস এর সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব মাধব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট বিভাগের সমন্বয় কমিটির সভাপতি এডভোকেট মৃত্যঞ্জয় ধর ভোলা,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সহ সম্পাদক আশু রঞ্জন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহিম দে প্রমুখ। এছাড়া জেলা কমিটির ত্রি বার্ষিক সম্মেলন জেলার সাতটি উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।