ওসমানীনগর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২ নভেম্বর
প্রকাশিত হয়েছে : ৭:৩৩:৫৪,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০২২
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর স্মৃতিবিজড়িত প্রবাসী অধ্যুষিত ওসমানীনগর উপজেলা নির্বাচন আগামী ২ নভেম্বর।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বন্যার কারণে স্থগিত হওয়া এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। একই দিন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
ঘোষিত তফসিল অনুযায়ী, জগন্নাথপুর ও ওসমানীনগর উপজেলা পরিষদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ভোটগ্রহণ ২ নভেম্বর।