ছেলের লাশ শনাক্তের পর বাড়ি ফিরে মেয়ের মৃত্যুর খবর পেলেন বাবা
প্রকাশিত হয়েছে : ৪:১৯:১৭,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
ফরিদপুরে ছেলের গলাকাটা লাশ শনাক্তের পর বাড়ি ফিরে অন্তঃসত্ত্বা মেয়ের মৃত্যুর খবর পেয়েছেন বাবা। রোববার রাতে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাসের সুপারভাইজার হিসেবে কাজ করেন ৬৫ বছর বয়সী আইয়ুব আলী শেখ। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। রোববার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি রাস্তার পাশ থেকে এক অচেনা লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিজের মেজো ছেলে ২৬ বছরের রাজিবের লাশ বলে শনাক্ত করেন আইয়ুব আলী।
জানা গেছে, ১৬ সেপ্টেম্বর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন রাজিব। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় ১৮ সেপ্টেম্বর সকালে কোতোয়ালি থানায় জিডি করেন বাবা আইয়ুব। একই দিন বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করতে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।
ছেলের লাশ উদ্ধারের পর থানায় মামলা করে রাতে বাড়ি ফেরেন আইয়ুব। বাড়ি ফিরেই খবর পান ছোট মেয়ে বিউটি আক্তার আর নেই। ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে বিএসএমএমসি হাসপাতালের সামনে থাকেন বিউটির স্বামী ট্রাকচালক মফিজুল ইসলাম। লিজা নামে ১৫ বছরের তাদের একটি মেয়ে রয়েছে। রোববার বিএসএমএমসি হাসপাতালে যমজ সন্তান প্রসবের সময় মারা যান বিউটি। মা মারা গেলেও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সন্তানরা।
আইয়ুব আলী শেখ বলেন, ছেলে রাজিব পার্শ্ববর্তী কোমরপুর এলাকার ইউনুস মণ্ডলের সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালাতো। ১৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয় ছেলেটি। এরপর আর বাড়ি না ফেরায় রোববার সকাল ৯টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানায় জিডি করি।
তিনি আরো বলেন, একই দিন বিকেলে সালথার গট্টি এলাকায় অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে সালথা থানায় যাই। সেখানে ছেলের লাশ শনাক্ত করে রাতেই অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করি। মামলা করে বাড়ি ফিরে খবর পাই ছোট মেয়ে বিউটি আক্তার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। পরে সোমবার সকাল ১০টায় মেয়ের জানাজা শেষে দাফন করা হয়।
সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, শুক্রবার রাতেই কোনো এক সময় রাজিবকে গলা কেটে হত্যার পর অটোরিকশা নিয়ে ছিনতাইকারীরা পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বাবা।