সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক বাছিতকে আর্থিক সহায়তা প্রদান
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:০৩,অপরাহ্ন ১৭ সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আব্দুল বাছিত খানকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে সিলেটএম এ জি ওসমানি মেডিকেল হাসপাতালে গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানকে দেখতে যান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ষ্টাফ রিপোর্টার এড.স্বপন কুমার দেব, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি এ এড.শাহ মোহাম্মদ রাজুল আলী, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও আনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ, সহসভাপতি ও জাতীয় দৈনিক সকালের শিরোনাম পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ জোসেপ আলী চৌধুরী। এসময় সাথে ছিলেন বিএসকেএস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বিকাশ দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, জাতীয় দৈনিক দেশ সেবা পত্রিকার জেলা প্রতিনিধি রিপন আহমদ,জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম ফজলু, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ও এনআর মিডিয়ার সম্পাদক নাসরিন প্রিয়া, দৈনিক সংবাদ প্রতিদিন এর সাংবাদিক ইমরান আহমদ প্রমুখ।
মৌলভীবাজারের কমলগঞ্জের সাংবাদিক আব্দুল বাছিত খান এর উপর সন্ত্রাসী হামলার পর প্রায় দু’মাস যাবত সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিগত ১৩ আগস্ট তাঁর উপর সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যার জন্য ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার দুই হাত ও পা সহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় সাংবাদিক আব্দুল বাছিতকে প্রথমে মৌলভীবাজার এরপর সিলেট হাসপাতালে ভর্তি করা হয়।
এখন পর্যন্ত বাছিতের হাত পায়ে ৪ অপারেশন করা হয়েছে। এ বিষয়ে কমলগঞ্জ থানায় হত্যা চেষ্ঠার মামলা দায়ের করা হয়েছে। র্যাবের সহায়তায় ২জনসহ আসামি ৬ জন ধরা হয়েছে। তবে বাদী পক্ষ সাংবাদিকদেরকে বলেন এখনও হামলার মূল পরিকল্পনাকারী ও সহায়তাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। পুলিশ দ্রæত সময়ে নিরপেক্ষ তদন্ত করে মূল আসামিদের গ্রেফতারের দাবী জানান স্বজনরা।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন মৌলভীবাজারে নেতৃবৃন্দ বলেন, আমাদের সংগঠন প্রথম থেকে সাংবাদিক আব্দুল বাছিত খানের সাথে ছিল ভবিষ্যতে ও থাকবে, আমাদের সংগঠন বাছিত খানের হামলার পর বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এছাড়া কমলগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। ইতিমধ্যে মাননীয় প্রধান মন্ত্রীর প্রটোকল অফিসার-০২ আবু জাফর রাজু এর সাথে আলোচনা করে আইনি সহায়তাসহ আর্থিক সহায়তার দাবি জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দ। তাছাড়া এই সংগঠনের পক্ষ থেকে কমলগঞ্জ থানায় গিয়ে মামলার তদন্ত কর্মকর্তার সাথে দেখা করে তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে। আহত সাংবাদিককে নগদ সহায়তা প্রদান, বিভিন্ন সংগঠনের কর্মসূচিতে অংশ গ্রহণ করা ও একাত্বা প্রকাশ করা, দোয়া মাহফিলের আয়োজন,মানববন্ধন করা হয়েছে।