বিবাহিতসহ তথ্য গোপনের অভিযোগ: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ৩২ জনের পদ স্থগিত
প্রকাশিত হয়েছে : ১২:০২:৫৪,অপরাহ্ন ১৬ সেপ্টেম্বর ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ৩০২ সদস্যের মধ্যে ৩২ জনের পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিবাহিতসহ তথ্য গোপনের অভিযোগ ওঠায় তাদের পদ স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থগিত হওয়া পদের নেতাদের মধ্যে ১৯ জনই বিবাহিত।
আর ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের পদ দেওয়ার সুযোগ নেই। এ কারণে তাদের পদ স্থগিত করা হয়েছে। এছাড়া শিক্ষাগত কোনো সনদ না থাকাসহ সংগঠনের বেধে দেওয়া সময়ের আগে এসএসসি পাস করা ও বিদেশে অবস্থান করা নেতারাও রয়েছেন এই তালিকায়।
জানা গেছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে ৩০২ জনকে জায়গা দেওয়া হলেও অনেকের ক্ষেত্রেই গঠনতন্ত্র মানা হয়নি, এমন অভিযোগ খোদ ছাত্রদল নেতাকর্মীদের। ইতিমধ্যে এসব অভিযোগ বিএনপির কেন্দ্রীয় দফতরে জমাও দিয়েছেন পদবঞ্চিতরা। এরই ধারাবাহিকতায় অভিযোগ আমলে নিয়ে এক সহ-সভাপতিসহ ৩২ জনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) অভিযুক্তদের নামের তালিকা বিএনপির দফতরে জমা দেওয়া হয়। মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়ে পদ স্থগিতের এই বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় ছাত্রদল জানিয়েছে, স্থগিত হওয়া নেতাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় তাদের পদ স্থগিত করেছে সংগঠন। অভিযোগ প্রমানিত না হলে তাদের পদ সম্মানের সঙ্গে ফিরিয়ে দেওয়া হবে।