সিলেটে আইসক্রিমের নামে বিষ খাচ্ছে শিশুরা
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:০৭,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০২২
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠেছে আইসক্রিম কারখানা। এসব কারখানার বেশিরভাগেরই নেই সরকারি অনুমোদন। মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম চালানো এসব কারখানায় আইসক্রিম উৎপাদনের প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রং, নোংরা পানি, এরারুট ও লেবেলবিহীন ফ্লেবার।
পাশাপাশি এসব কারখানায় তৈরিকৃত আইসক্রিমের মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দিয়ে বিক্রি করা হচ্ছে কয়েক মাসের পুরোনো আইসক্রিমও।
আইসক্রিম তৈরিতে ক্ষতিকর উপকরণ ব্যবহার করার অপরাধে সিলেট নগরীতে এক আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অভিযানে এই জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়া।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাইওরপুলে শিল্পী আইসবার ফ্যাক্টরিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় আইসক্রিম তৈরিতে অনুমোদনহীন রঙ, তারিখ ও লেবেলবিহীন ফ্লেভার ব্যবহার করতে দেখা যায়। এমন অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রয় ও মূল্য তালিকা সংরক্ষণ, প্রদর্শন না করার অপরাধে মিরাবাজার কর্ণফুলী গ্যাস হাউসকে ২০ হাজার টাকা, শিবগঞ্জে চুলা ঘরকে ২ হাজার টাকা এবং মেজরটিলায় সেবা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) একটি চৌকস দল, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এবং বাজার কমিটির সদস্যবৃন্দ।