ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ৯:১৬:৩৭,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০২২
ওসমানীনগর প্রতিনিধিঃ
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীগরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার কুরুয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় কেউ মারা না গেলেও গুরুতর আহত হয়েছেন দুই ট্রাকের চালক ও হেল্পার ৩ জন।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় শনাক্ত করা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীন থানার ডিউটি অফিসার এসআই শাহিনা খানম লাকী।
দুর্ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।