কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ৯:১৮:২২,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০২২
কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা দে, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান ও মো. খলিলুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা. অরুনাভ দে, পৌর কমিটির সদস্য সচিব গোবিন্দ দে।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২১ দফা নির্দেশনা পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অজয় দাস।
সভায় জেলা প্রশাসনের নির্দেশনা ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের ২১ দফা অনুসরণ করে কুলাউড়ায় উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া কোনো দুষ্টুমহল যাতে সুন্দর পরিবেশকে বিনষ্ট করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার ও দুর্গাপূজা উৎসবমুখরভাবে পালন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজামন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, এবার কুলাউড়ায় ব্যক্তিগতভাবে ২৩টিসহ মোট ২২০টি সার্বজনীন পূজামন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।